ফের সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

ফের সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সিলেট প্রতিনিধি:

Published : ১৪:৪৮, ২৮ ডিসেম্বর ২০২৪

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে দমদমীয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভীতরগুল পাহাড়তলী গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২২)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার দিকে দমদমীয়া সীমান্তের পাহাড়তলী এলাকা দিয়ে সবুজ ও তার কয়েকজন সহযোগী ভারতের অভ্যন্তরে খাসিয়া বাগানে প্রবেশ করে। সেখানে প্রবেশ করতেই বাগানের পাহারাদারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সবুজ ও তার সহযোগীরা। দ্বন্দ্বের একপর্যায়ে খাসিয়া ব্যক্তি ছররা গুলি ছুড়তে থাকে। 

ঘটনাস্থলে সবুজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় তার সঙ্গে থাকা সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে ফিরে সহযোগীরা সবুজের পরিবারকে জানায় যে, সে গুলিতে মারা গেছে। পরে পরিবারের সদস্যরা বিজিবি ও পুলিশকে অবহিত করে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্ত দমদমীয়া এলাকায় সীমান্ত পিলার ১২৬১ হতে অনুমান ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তার মরদেহ বাংলাদেশে আনা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement