টাঙ্গাইল ক্লাবের দ্বি-বার্ষিকী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
Published : ১২:৩৩, ২৯ ডিসেম্বর ২০২৪
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে টাঙ্গাইল ক্লাবের দ্বি-বার্ষিকী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত সাড়ে ৭টার দিকে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান খান ৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হারুন অর রশিদ পান ৬১ ভোট।
সহ-সভাপতি পদে সালামত খান দিলু, নারায়ন চন্দ্র বসাক বিজয়ী হন। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক খন্দকার সাঈদ আল খালিদ, সাহিত্য সম্পাদক শফিউল আজম খান এবং ক্রীড়া সম্পাদক পদে বাবুল খান বিজয়ী হন।
কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন, অমল চন্দ্র বসাক, আজগর আহমেদ খান সেলিম, আব্দুল্লাহেল ওয়াছেক আলম, খন্দকার আতিকুজ্জামান, খন্দকার রফিক আবদুল্লাহ, তানভীর আহম্মেদ, আসাদুজ্জামান খান, আসাদুজ্জামান রাজীব, শামছুল হক সাম্য এবং সাদিকুল আলম।
নির্বাচনে ১৫৫ জন ভোটারের মধ্যে ১২৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কাজী জাকেরুল মওলা ও চন্দন কুমার বসাক কমিশনারের দায়িত্ব পালন করেন।
বিডি/এন