অটোরিকশায় বাসের ধাক্কা, ঝরে গেলো নারীসহ ৫ প্রাণ

অটোরিকশায় বাসের ধাক্কা, ঝরে গেলো নারীসহ ৫ প্রাণ

শেরপুর প্রতিনিধি

Published : ১২:৫২, ২৯ ডিসেম্বর ২০২৪

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেলো নারীসহ ৫ জনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।  

রোববার (২৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম এই তথ্য নিশ্চিত করেন। 

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ, ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে তাদের সহায়তা করছেন স্থানীয়রারা। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় পাওয়া যায়নি।

ওসি আরও জানান, সকালে অটোরিকশাকে বাস ধাক্কা দেওয়ায় পাঁচ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement