রাণীশংকৈলে সব ধর্মাবলম্বীকে নিয়ে থানা পুলিশের সম্প্রীতি র‌্যালি

রাণীশংকৈলে সব ধর্মাবলম্বীকে নিয়ে থানা পুলিশের সম্প্রীতি র‌্যালি

রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

Published : ১৪:৪৩, ২৯ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সকল ধর্মাবলম্বীদের সাথে নিয়ে সম্প্রীতি র‌্যালি করেছেন রাণীশংকৈল থানা পুলিশ। এতে সবাই বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে এই র‌্যালি  বের হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।  সভায় মুহা, আরশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রাণীশংকৈল প্রেসক্লাব আহবায়ক ছবিকান্ত দেব, আদিবাসী নেতা শিংরায় সরেন মানিক,ছাত্র প্রতিনিধি  তারেক।

এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সামাজিক, সাংস্কৃতিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশে বক্তারা সম্প্রীতির বন্ধনে সকল ধর্মের সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত হয়ে দেশের জন্য কাজ করতে বলেন এবং ভারতীয় আগ্রাসন রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement