ভূল্লীতে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয়
Published : ১৮:২৪, ২৯ ডিসেম্বর ২০২৪
‘সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান’ এই স্লোগানে সকল ধর্মালম্বীগণের সাথে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে সম্প্রীতি র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সকল ধর্মের মানুষেরা।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ভূল্লী থানা প্রাঙ্গণে এ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা পুলিশ। সমাবেশ ও র্যালীতে হিন্দু, মুসলি ম, বৌদ্ধ, খৃষ্ট্রান সম্প্রদায়ের মানুষ এতে অংশ নেন।
প্রথমে র্যালীটি ভূল্লী থানা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে সমাবেশে শেষ হয়।
পরে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল সরকারের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বাবু মোহনি রায়, ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতা আফাজ উদ্দিন ভূর্ইয়া, সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হোসেন লাল, ভূল্লী থানা জামায়েত ইসলামি আমির আব্দুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ভূল্লী থানায় বিগত দিনগুলোকে সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট ছিল। আগামীর দিনগুলোতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ভারতের অপ্রচার ও গুজব থেকে সীমান্তের মানুষ সচেতন থাকার পরামর্শ দেন বক্তারা।
বিডি/ও