দিদার হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
Published : ২৩:১৬, ৩০ ডিসেম্বর ২০২৪
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে কাশিয়ানী উপজেলা ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রাম ও রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাদেজুর রহমান সত্যতা করেছেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।
ওসি মির মো. সাদেজুর রহমান জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম বিটুল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আড়ুয়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সন্দেহভাজন পলাতক আসামী টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম ঢাকায় অবস্থান করছে এমন গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তার ২ জন দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
বিডি/ও