কুয়াশার ছাদরে ঢেকে গেলো দিনাজপুর

কুয়াশার ছাদরে ঢেকে গেলো দিনাজপুর

দিনাজপুর প্রতিনিধি

Published : ১৪:১৩, ৩১ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরের ১৩ উপজেলায় সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ঘন কুয়াশার সঙ্গে হাড়কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার কারণে একটু দূরের কিছু দেখা যাচ্ছে না। যানবাহনগুলো চলছে ধীরগতিতে। 

গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা  করছেন ছিন্নমূল মানুষেরা। আর বয়স্ক মানুষেরা তো ঘর থেকে বের হচ্ছেন না শীতের তীব্রতার কারণে। শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। 

মধ্যবাসুদেবপুর গ্রামের মো. মজনু মিয়া বলেন, আমি বয়স্ক মানুষ। আজ ভোর থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কুয়াশায় কাঁচা সড়ক কাদামাক্ত হয়ে গেছে। গরম কাপড়ের অভাবে বাড়ি থেকে বের হতে পারছি না। সরকারি ভাবে কোনো শীতবস্ত্রও পাইনি। 

মো. আব্দুল মজিদ নামের আরেক বাসিন্দা বলেন, আমি একটি বেকারিতে নাইট গাডের চাকরি করি। প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ডিউটি করতে হয়। সোমবার মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত কুয়াশা ঝরছে। সেই সঙ্গে হিমেল বাতাসের কারণে কম্বল গায়ে জড়িয়ে উিউটি করেছি সারারাত। শীতের কারণে ডিউটি করতে খুব কষ্ট হচ্ছে। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন  বলেন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দিনাজপুর জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।  

এনই

শেয়ার করুনঃ
Advertisement