রংপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর প্রতিনিধি:

Published : ২১:৫৩, ১ জানুয়ারি ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে রংপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রংপুর জেলা ছাত্রদলের আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরে একটি র‌্যালি বের করা হয়। 

র‌্যালিতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম রাজু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুলসহ নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন। 

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রংপুর জেলা ছাত্রদল ও বিএনপির নেতাগণ বলেন, দেশ যখনই সংকটে পড়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংকট উত্তরণে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলা এবং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীগণ। তারা সকলেই জেলা ছাত্রদলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এদিকে রংপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএমপি কার্যালয়ের সামানে এসে শেষ হয়।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement