প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি:

Published : ২০:৪২, ২ জানুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে টাঙ্গাইলে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল এলাকায় ৩২০ জনের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ে ডেপুটি নেজারত কালেক্টর মো. আল
আমিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ১০ হাজার কম্বল বরাদ্দ পেয়েছিলাম। ১২ উপজেলায় ৫শ’ টি করে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বাকি ৪ হাজার জেলা শহরে বিতরণ করা হচ্ছে।

শীতবস্ত্র কেনার জন্য সরকারিভাবে ১২ উপজেলায় ৩ লাখ টাকা করে মোট ৩৬ লাখ ও পরবর্তীতে আরো ৩২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া ১১টি পৌরসভার মধ্যে প্রথম শ্রেণির জন্য ২ লাখ করে, দ্বিতীয় শ্রেণির জন্য দেড় লাখ করে ও তৃতীয় শ্রেণির জন্য ১ লাখ টাকা করে বরাদ্দ পাওয়া গেছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement