গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত
Published : ২১:২০, ২ জানুয়ারি ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের চাপায় আব্দুল জলিল (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল জলিলের বাড়ি কাশিয়ানী উপজেলার বাঐখোলা গ্রামে। তিনি মাঝারদিয়া মাহিরুন্নেছা দাখিল মাদ্রাসা সাবেক মাদ্রাসা সুপার ছিলেন।
ওসি মো. শফিউদ্দিন খান জানান, মাঝিগাতী বাসস্ট্যান্ডে এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ আব্দুল জলিল। এ সময় ঢাকাগামী লিটন পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি/ও