টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি
Published : ১৩:০৪, ৩ জানুয়ারি ২০২৫
টাঙ্গাইলের মহেড়ায় পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত আদেশে ওই ১৪ জন কনস্টেবলকে অব্যাহতি প্রদান করা হয়।
আদেশে বলা হয়েছে, 'শৃংখলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়ারি অপরাহ্ন হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।"
এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছে বলে সূত্র থেকে গেছে।
পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩জনের ৬মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬ জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেয়া হয়।
পরবর্তীতে ৭৮৭জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছেলেন। গত ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে ১২ জানুয়ারি করা হয়।
অ্যাডিশনাল ডিআইজি মাহফুজা আক্তারের স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়, 'বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ হতে ৭ টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী; পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে।
চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত ছিলো। সূত্রোক্ত স্মারক মূলে অনিবার্য কারণবশত: সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ আগামী ১২ জানুয়ারি পুন: নির্ধারণ করা হয়েছে।"
অব্যাহতি পাওয়া কনস্টেবলরা জানান, ১৯১দিন প্রশিক্ষণ হয়েছে। ৭৮৭জন কনস্টেবলের প্রশিক্ষণ হয়েছে। পাসিং প্যারেড হওয়ার কথা থাকলে সেটির তারিখও পরিবর্তন করা হয়েছে। আজকে হঠাৎ করে অব্যাহতির চিঠি দেয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের কোন কাজ না করেও আমাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হল। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সাহেদ মিয়া জানান, এই বিষয়ে পুলিশ হেডকোয়াটার ছাড়া আমরা কোন বক্তব্য দিতে পারবো না।
এই বিষয়ে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
বিডি/ও