হিলিতে কমলো ব্রয়লার মুরগির দাম 

হিলিতে কমলো ব্রয়লার মুরগির দাম 

দিনাজপুর প্রতিনিধি

Published : ১৩:৪৯, ৪ জানুয়ারি ২০২৫

দিনাজপুরের হিলিতে ব্রয়লার মুরগির দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা দাম কমলো ব্রয়লার মুরগির। গেলো শনিবার (২৮ ডিসেম্বর) প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর ৪ জানুয়ারি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে। 

ক্রেতারা বলছেন, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এতে খুশি ক্রেতারা।আর বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে ব্রয়লার মুরগির সরবরাহ কম ছিল। তাই বেশি দামে বিক্রি করতে হয়েছে। এ সপ্তাহে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে এসেছে। 

শনিবার সকালে হিলি বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা মো. মিজানুর রহমান বলেন, ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। আর একটু কমলে ভাল হতো। গত শনিবার প্রতিকেজি ব্রয়লার মুরগি (বড় ) সাইজের কিনি ১৯০ টাকা কেজি দরে। আর আজ কিনলাম ১৭০ টাকা কেজি দরে। কেজিতে ২০ টাকা কমেছে। 

আরেক ক্রেতা মো. আফাজ উদ্দিন বলেন, গরু, ছাগলের মাংসের যে দাম। আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। তাই বাড়িতে আত্মীয় স্বজন বা পরিবারের জন্য ব্রয়লার মুরগিরই ভরসা। তবে গত শনিবার যে দাম কিনি। আজ শনিবার দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এতে কিছু স্বস্থি ফিরেছে ব্রয়লার মুরগি ক্রেতাদের মাঝে। 

আফাজ  উদ্দিন আরও বলেন, ব্রয়লার মুরগির দাম ১৫০ টাকা কেজি হলে নিন্মবিত্ত আয়ের মানুষদের জন্য ভাল হতো। 

হিলি বাজারের ব্রয়লার মুরগি বিক্রেতা মো, জামাল উদ্দিন বাবু বলেন, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ব্রয়লার মুরগির দাম  কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। গত সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি কিনে ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি করি। আর এ সপ্তাহে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে ১৭০ টাকা দরে বিক্রি করছি। সরবরাহ আরও বাড়লে দাম আরও কমতে পারে। 

এনই

শেয়ার করুনঃ
Advertisement