গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি:

Published : ২৩:০২, ৪ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মুনায়েম শেখ (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু মুনায়েম শেখ মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের মনু শেখের ছেলে।

নিহত শিশুর পিতা মনু শেখ জানান, দুপরে পরিবারের সবাই খাওয়ার জন্য ঘরে থাকলেও শিশু মুনায়েম বাড়ির উঠানে খেলতে ছিলো। এ সময় সে বাড়ির সকলের চোখের আড়ালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। 

পরে তাকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল জানান, ঢাকপাড় গ্রামে মুনায়েম নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement