বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

Published : ১৫:৩১, ৫ জানুয়ারি ২০২৫

গাজীপুর মহানগরীর জিরানীতে বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভ করছেন। এতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধির নীতিমালায় বলা আছে যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে দাবি করছেন অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করে সেসব কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করেন।

আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার এক শ্রমিক বলেন, আগে যারা চাকরি নিয়েছে তারাও শ্রমিক, আমরা যাদের ৭-৮ মাস হয়ে গেছে তারাও শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। নতুন শ্রমিক যাদের এক বছর পূর্ণ হয়নি তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাবো।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে শ্রমিকরা কোনো ভাঙচুর করেনি।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement