গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় নিহত ১

গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি

Published : ০১:২২, ৬ জানুয়ারি ২০২৫

গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় রাজ হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গতকাল রোববার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শ্মশান এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে। ব্যবসার কারণে তিনি বামনডাঙ্গায় অবস্থান করছিলেন। তিনি গ্রামে গ্রামে ঘুরে নারী-পুরুষের মাথার চুল কিনতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজ হোসেন রোববার সকালে মোটরসাইকেল নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় ট্রাক্টরটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, ট্রাক্টরটির চালক পলাতক রয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement