সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার
Published : ২৩:০৩, ৩০ নভেম্বর ২০২৪
সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর কারওয়ানবাজারস্থ আইসিটি বিভাগের ভিশন-২০২১ টাওয়ার (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হবার সময় জনতা আটক করে পুলিশ দেয়। এরপর গোয়েন্দা পুলিশে (ডিবি) নেওয়া হয় এবং পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। শনিবার (৩০ নভেম্বর) রাতে ডিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, কাওরানবাজারে একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মুন্নি সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এনই