অনুমোদন বিহীন সার-কীটনাশক বাজারজাত করায় পাতাকুড়ির গুদামে সিল
Published : ১২:০৭, ৩০ ডিসেম্বর ২০২৪
অনুমোদন বিহীন ও পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সার/কীটনাশক বাজারজাত করায় পাতাকুড়ি প্রোডাক্টসের গুদামে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় পাতাকুড়ির গুদাম সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
কৃষিবিদ এম. এম. শাহপরান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অনুমোদন না নিয়ে এবং পরীক্ষা-নিরীক্ষা না করেই পাতাকুড়ি প্রোডাক্টস সার-কীটনাশক উৎপাদন ও বাজারজাত করে। খবর পেয়েছে ভোক্তা অধিকার প্রতিষ্ঠানটির গুদামে অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) মো. আব্দুস সালাম। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ডেমরা থানা সার্কেল কৃষি অফিসার আবিদা মনসুরা তানিয়া।
এনই