পদোন্নতি পেয়ে ৩৩ কর্মকর্তা হলেন মহাব্যবস্থাপক

পদোন্নতি পেয়ে ৩৩ কর্মকর্তা হলেন মহাব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক

Published : ২০:৪৭, ১০ জানুয়ারি ২০২৫

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩৩ জন উপমহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিম্নবর্ণিত উপ-মহাব্যবস্থাপকগণকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। মহাব্যবস্থাপকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement