ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চেয়েছে সরকার

ব্যাংকিং খাত সংস্কারে আইএমএফের সহায়তা চেয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

Published : ১৪:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাত, ভ্যাটসহ রাজস্ব কাঠামো, অর্থ পাচার রোধ ও আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে। বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার কাছেওসহযোগিতা চাওয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ কী পরিমাণ বা কীভাবে অর্থ দেবে, তা অক্টোবরে আইএমএফের বোর্ড সভায় নির্ধারিত হবে।

অর্থনৈতিক ক্ষেত্রে নানান সংস্কারের জন্য অর্থ প্রয়োজন। বৈঠকে এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, তাও তাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement