আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ 

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ 

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৫৮, ১ জানুয়ারি ২০২৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ২৯তম এই মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধন উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, ‘দেশীয় পণ্যসামগ্রী বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরতে, পণ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণ ও দেশের সার্বিক উন্নয়নে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।’

মেলা উদ্বোধন সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ‘মেলার ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাব, গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী মেলা প্রাঙ্গণ ও প্রাঙ্গণের বাইরে টহল দেবে। মেলার বাইরে ভাসমান কোনো দোকান থাকবে না। এ কারণে দুর্ভোগ পোহাতে হবে না ক্রেতা-দর্শনার্থীদের।’ 

আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন বলেন, ‘ক্রেতা-দর্শনার্থীদের আসা-যাওয়ার সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে কনসেশন। মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।’ 

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আবদুর রহিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এনই

শেয়ার করুনঃ
Advertisement