আজ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ 

আজ সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ 

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৮:১৪, ২০ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবিতে আজ রাজধানীসহ সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন’। রোববার (২০ এপ্রিল) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামে মানববন্ধন কর্মসূচি শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন আন্দোলনের পক্ষে কথা বলা শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী।

কারিগরি ছাত্র আন্দোলনের এ কর্মসূচি কুমিল্লায় পূর্বঘোষিত আন্দোলনের সময়কার ‘হামলার’ প্রতিবাদ হিসেবেও পালন করা হচ্ছে। শনিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা প্রতিবাদী স্লোগান দেন। কুমিল্লায় হামলার বিচার, আহতদের সুচিকিৎসা এবং দ্রুত দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ হবে। কর্মসূচি চলাকালীন যেন কোনো ধরনের জনদুর্ভোগ না ঘটে, সে বিষয়ে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এ সময় জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষ যদি দ্রুত দাবি মেনে নেয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে আলোচনায় বসতে আগ্রহী। কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারও আমাদের দাবি। আমরা চাই, সরকারের উচ্চপর্যায়ে আমাদের দাবির বিষয়টি পৌঁছাক এবং এর সুষ্ঠু সমাধান হোক।

এর আগে গত বুধবার ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এরপর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে আলোচনায় শিক্ষার্থীরা সন্তুষ্ট না হওযায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে। শুক্রবার তারা সারা দেশে কাফন মিছিল কর্মসূচি পালন করে।

ছয় দফা দাবি হলো—হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা; পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা; ২০২১ সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন; ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণসহ মানসম্পন্ন কারিকুলাম চালু; এই কোর্সকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা এবং ৪ বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণসহ নিম্নপদে নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।

এনই

শেয়ার করুনঃ
Advertisement