পর্তুগালে বাংলাদেশিদের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ 

পর্তুগালে বাংলাদেশিদের বৃত্তি নিয়ে পড়ার সুযোগ 

নিজস্ব প্রতিবেদক:

Published : ১১:১৫, ৩০ আগস্ট ২০২৪

উচ্চশিক্ষার জন্য অনেকেই দেশের বাইরে যেতে চান। সেক্ষেত্রে অনেকের পছন্দ এখন পর্তুগাল। উন্নতমানের শিক্ষাব্যবস্থা, ঐতিহ্যবাহী ইউরোপীয় সংস্কৃতি ও কম খরচে পড়াশোনার সুযোগের কারণে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী দেশটিতে যেতে চান।

প্রতিবছর পর্তুগালের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তির সুবিধা দেয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও দেশটির সরকার ‘পর্তুগিজ গভর্নমেন্ট স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান দিচ্ছে। 

বাংলাদেশি শিক্ষার্থীরাও এ প্রোগ্রামের আওতায় বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বৃত্তি নিয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আগ্রহীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 

বৃত্তির সুবিধা: 

টিউশন ফি দেয়া হবে
মাসিক ১২৫০ ইউরো বৃত্তি 

প্রয়োজনীয় যোগ্যতা: 

স্নাতক ডিগ্রির জন্য মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হতে হবে
স্নাতকোত্তর ডিগ্রির জন্য স্নাতক শিক্ষা সম্পন্ন হতে হবে
পিএইচডি ডিগ্রির জন্য স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন হতে হবে
ইংরেজি বা পর্তুগিজ ভাষায় দক্ষতা থাকতে হবে

প্রয়োজনীয় নথিপত্র: 

পূরণকৃত আবেদন ফর্ম
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
ভাষায় দক্ষতার প্রমাণ
মোটিভেশনাল লেটার 
রিজ্যুম
সুপারিশপত্র  
পাসপোর্টের কপি
পাসপোর্ট সাইজের ছবি

আবেদন প্রক্রিয়া: প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে অনলাইনে আবেদন করুন এবং আবেদন জমা দিন।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement