পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

Published : ২৩:৩৫, ১৩ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।  

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অভিযোগের পর বিদ্যালযের শিক্ষকরা অনিয়ম-দুর্নীতি-বৈষম্য-স্বজনপ্রীতি ও হয়রানীর বিচার চেয়ে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

অনুরূপ অভিযোগ সহকারী কমিশনার (ভূমি) ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরেও দাখিল করেছেন। এই অভিযোগে বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষকসহ মোট ২১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন।

জানা যায়, শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক এমপি মো: ইমদাদুল হক। গত ৫ আগস্টের পর নির্বাহী আদেশে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রমিজ আলম। 

ক্ষমতার পালাবদলের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা দুর্নীতিগ্রস্থ এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঘেরাও অবরোধ কর্মসূচি পালনের একপর্যায়ে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে তারা দুর্নীতির হিসাব চেয়ে ইউএনও বরাবরে আবেদন করেন। 

এরই প্রেক্ষিতে ইউএনও, এসিল্যান্ডকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

বিষয়টি তদন্তাধীন থাকা অবস্থায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্নভাবে বিদ্যালয়ের বিতর্কিত বিষয়গুলোর তথ্য সংগ্রহের চেষ্টা করে ব্যার্থ হন।

পরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সভাপতি বরাবরে আবেদন করলে সভাপতি তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করেন। পরে জেলা প্রশাসক বরাবরে আপিল করেন তিনি। 

তথ্য প্রদানের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এ পর্যন্ত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন আবেদনকারী। শিগগীরই তিনি পরবর্তী পদক্ষেপের দিকে অগ্রসর হবেন বলেও মত প্রকাশ করেছেন তিনি।

এদিকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ ২১ জন এমপিওভুক্ত শিক্ষক বিদ্যালয়ের  দুর্নীতি অনিয়ম-বৈষম্য-স্বজনপ্রীতি ও হয়রানীর বিচার চেয়ে গত ১১ নভেম্বর বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ইউএনও লিখিত অভিযোগটি গ্রহন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে স্কুলের সমূদয় আর্থিক কেলেঙ্কারীর হিসাবাদী নিষ্পত্তি করার দাবি জানান। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement