চবির ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ, কোন ইউনিটের কবে?

চবির ভর্তি পরীক্ষা শুরু ১ মার্চ, কোন ইউনিটের কবে?

ক্যাম্পাস প্রতিনিধি:

Published : ২২:০১, ২০ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ শুরু হবে এবং শেষ হবে ২২ মার্চ। এবারও সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর) ভর্তি কমিটি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষা শুরু হবে ‌‘এ’ ইউনিটের মাধ্যমে। পরীক্ষা শুধু চট্টগ্রামে নয়, এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীদের সুবিধার্থে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, গত বছর সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হলেও এবার তা কমিয়ে ৩ নম্বর করা হয়েছে। 

বি-২ নামে একটি নতুন উপ-ইউনিট চালু করা হয়েছে, যেখানে ইসলামিক স্টাডিজ ও  আরবি সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। এ উদ্যোগের মাধ্যমে আরবি ভাষায় দক্ষ শিক্ষার্থী বাছাইয়ের ওপর জোর দেয়া হয়েছে, কারণ অনেক সময় ভর্তি হওয়া শিক্ষার্থীরা আরবি পড়তে জানেন না।

রোজার কারণে ভর্তি পরীক্ষার সময়সূচীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। শিক্ষার্থীরা বেলা ১১টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন, দুপুর ১২টায় তাদের প্রশ্নপত্র দেয়া হবে এবং দুপুর ১টায় তাদের পরীক্ষা শেষ হবে।

আগামী ১ মার্চ ‘এ’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। ‘বি-১’ উপ-ইউনিট, বি-২ উপ-ইউনিট ও ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে, এটা দ্রুতই জানানো হবে।

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ। এই ৪ অনুষদে মোট আসন রয়েছে ১২১৫টি।

কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে মোট আসন রয়েছে এক হাজার ২২১টি। তবে এবার বি-১ উপ-ইউনিটের পাশাপাশি নতুন বি-২ উপ-ইউনিটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বি-২ উপ-ইউনিটে যে দুটি বিভাগকে রাখা হয়েছে, তা হলো ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য।

ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন রয়েছে ৯৫৮টি। অন্যদিকে ‘ডি-১’ উপ-ইউনিটে আসন ৩০টি। 

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement