ফিরে দেখা রাবিপ্রবি ও ২০২৪

ফিরে দেখা রাবিপ্রবি ও ২০২৪

TheBusinessDaily

Published : ১৬:৫০, ১ জানুয়ারি ২০২৫

পাহাড় ও লেকের সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের ৩৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। কাপ্তাইলেক ও আকাশের সঙ্গে মিশে থাকা এই ৬৪ একরের বিশ্ববিদ্যালয়টি  সহস্রাধিক শিক্ষার্থীর প্রাণের স্পন্দন। বছরের পর বছর ক্যাম্পাসটিতে শিক্ষার্থীদের পদচারণা স্মরণ করিয়ে দেয় পার্বত্য চট্টগ্রামের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা।

অবকাঠামোগত উন্নয়নের যথেষ্ট অভাব ও নানাবিধ জটিলতার কারণে বিশ্ববিদ্যালয়ের যে আকৃতি রাবিপ্রবির গত দশ বছরে পাওয়ার কথা ছিল তা এখনো পাওয়া হয়নি। তবে মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে এমন একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে কল্পনা করা কঠিন।  ‘শিক্ষা, সম্প্রীতি, প্রগতির’ প্রতীক হয়ে রাবিপ্রবি পার করলো আরও একটি বছর। কেমন ছিল শেষ বছরের চাওয়া পাওয়া ও অর্জনের পরিসংখ্যান?

বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে বছরের জাতীয় নির্বাচনের কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়টি। জাতীয় নির্বাচন পরবর্তী ছাত্রলীগের তাণ্ডবে বহিরাগতদের আবাসিক হলে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর হয় হল প্রশাসন।

ফেব্রুয়ারিতে পাহাড় ও সমতলের বৈচিত্র্যের সমন্বয় করতে  রাবিপ্রবি ও ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভ্রমণ, চতুর্দশ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৩ এর আঞ্চলিক পর্যায়ে রাবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থী এম. আকতারুজ্জামান অপুর (৭ম ব্যাচ) যৌথভাবে তৃতীয়  স্থান অর্জন, হলে শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে থাকলে নিয়ন্ত্রণের জন্য  ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা ও রাবিপ্রবির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উদযাপনসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বই মেলা এই মাসেই অনুষ্ঠিত হয়।

মার্চ মাসব্যাপী নারী দিবস, মাহে রমজান উপলক্ষে বিভিন্ন বিভাগ ও দপ্তরের ইফতার মহফিল, বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের পরিকল্পনা ও বসন্ত পার করে এই মাসে।

এপ্রিলের প্রথমার্ধে বৈসাবি উৎসবে পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাবিপ্রবির ব্যতিক্রমী উদ্যোগসহ, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সূচনা, সংস্কৃতি প্রতিমন্ত্রীর রাবিপ্রবি পরিদর্শন, নতুন প্রক্টরের দায়িত্ব গ্রহণ ও বিভিন্ন সংগঠনের ইফতার কার্যক্রমে এই মাস বেশ আলোচিত।

মে মাসে সার্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিল, গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘‘বি ও সি” ইউনিটের গুচ্ছভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়া ও ঘূর্ণিঝড় রেমালের কারণে রাবিপ্রবির কার্যক্রম বন্ধ থাকে এই মাসে।

জুন মাসে বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য রাবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, পরবর্তীতে কর্মবিরতিও পালন করেন তারা। এই মাস থেকে রাবিপ্রবির সার্বিক অচালবস্থা শুরু হয়।

রক্তাক্ত জুলাই মাসে বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের লাগাতার কর্মবিরতি পালনে স্থবির হয়ে পরে রাবিপ্রবি। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের  মানববন্ধন দিন দিন আন্দোলনের রূপ নেয়।

বহুল আলোচিত আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের হত্যা, নিপীড়ন, গণগ্রেপ্তার ও মৃতদের সঠিক তদন্তের দাবিতে প্রতিবাদ সমাবেশে পুলিশের বাঁধা, ৫ আগস্টের পরে তীব্র আন্দোলনের মুখে রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ পুরো বছরের আলোচিত ঘটনা।

সেপ্টেম্বরে গণঅভ্যুত্থানের মাসপূর্তিতে শহিদদের স্মরণে রাবিপ্রবিতে মিছিল, আট ধাপ উন্নতিতে ওয়েবমেট্রিকে রাবিপ্রবির অবস্থান, আঞ্চলিক সংঘাতে সচল হয়েও আবারো বন্ধ হয় রাবিপ্রবির একাডেমিক কার্যক্রম। ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলোজি বিভাগের শিক্ষার্থী সুস্মিতা মহাজনকে এই মাসেই হারায় রাবিপ্রবি পরিবার।

অক্টোবর জুড়ে দুর্গাপূজার ছুটি, উপাচার্য বিহীন ৫০ দিন পার, রাবিপ্রবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কোটার ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ, রাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এই মাসেই।

নভেম্বরে রাবিপ্রবিতে নবীন কর্মচারীদের বরণ, সিএসই কম্পিউটার ক্লাবের আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ম্যানেজমেন্ট দিবস পালন, ছাত্র হলের আয়োজনে ও শারীরিক শিক্ষা বিভাগের সহযোগিতায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, ছাত্রদলের "শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ" শীর্ষক মতবিনিময় সভা, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজির উদ্দোগ্যে বিশ্ব মাৎস্য দিবস পালন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার গায়েবানা জানাজাসহ ব্যস্ত মাস ছিল নভেম্বর।

বছরের শেষ মাসে কর্মচারী কল্যাণ সমিতির শপথ গ্রহণ,  রাবিপ্রবির ক্যাফেটেরিয়ার খাবারের দাম বৃদ্ধি ও কমানো, আন্তর্জাতিক পর্বত দিবস উদ্‌যাপন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উচ্ছেদ, বুদ্ধিজীবী দিবস পালন,  বিজয় দিবস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সব বড় দিনের ছুটি ও শীত কালের অবকাশে রাবিপ্রবির ডিসেম্বর মাসও শেষের পথে।

বহুল আলোচিত এই বছরের সম্পাতিতে অভিভাবকহীন এই বিশ্ববিদ্যালয়ের শুধুই বেড়েছে অপেক্ষার প্রহর। তবে নতুন বছরে রাবিপ্রবি এগিয়ে যাবে নতুন উদ্দোম্যে এমন প্রত্যাশা সকল রাবিপ্রবিয়ানদের।

রাবিপ্রবি প্রতিনিধি

শেয়ার করুনঃ
Advertisement