দাবানলে পুড়েছে হলিউড, বাড়ি ছাড়ছেন তারকারা

দাবানলে পুড়েছে হলিউড, বাড়ি ছাড়ছেন তারকারা

বিনোদন ডেস্ক

Published : ২৩:০৮, ৯ জানুয়ারি ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকূলীয় অভিজাত এলাকায় ভয়াবহ দাবানলে ঘরবাড়ি ছেড়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে হলিউড তারকারাও বাড়ি ছেড়েছেন। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়,  দাবানলের আগুনে ১ হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েক জনের নিহতের খবরও জানা গেছে। 

দাবানলের গতি ও ভয়াবহতায় দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন এপিকে বলেন, আমাদের কর্মীরা বিপর্যয় মোকাবিলায় লড়াই করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে পরিস্থিতি সামলাতে লস অ্যাঞ্জেলেসে পর্যাপ্ত ফায়ার কর্মী নেই।

এদিকে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় হলিউড হিলসে নতুন করে আগুন লাগে, যা হলিউড বুলেভার্ড থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থিত। যেখানে গ্রুম্যানস চাইনিজ থিয়েটার, ওয়াক অফ ফেম ও এল ক্যাপিটান থিয়েটারের মতো দর্শনীয় স্থান আছে। পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকাটির কিছু সড়ক খালি করার নির্দেশ দেয়া হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন।

অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিসও দাবানলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, তাঁদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে। তবে তাঁদের বাড়িটা নিরাপদ আছে। কিন্তু অন্য অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। অন্যদিকে, ‘স্টার ওয়ারস’ তারকা মার্ক হ্যামিল ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, তিনি তার স্ত্রী ও পোষা কুকুরকে সঙ্গে নিয়ে মালিবু এলাকার বাড়িটি ছেড়েছেন। যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিলেন, সে রাস্তায়ও আগুন জ্বলছিল।

এলএএফডির মার্গারেট স্টুয়ার্ট বলেন, আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা চাই না মানুষ আটকে থাকুক। আমরা চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক। অন্যদিকে, আকস্মিক দাবানলের কারণে হলিউডের রাস্তায় যানজট সৃষ্টি হয়।  মানুষের এলাকা ছাড়তে কিছুটা সমস্যা হচ্ছে। 

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement