আমি জানি, এতটা পথ আসতে আমার কী কী করতে হয়েছে: বাঁধন 

আমি জানি, এতটা পথ আসতে আমার কী কী করতে হয়েছে: বাঁধন 

TheBusinessDaily

Published : ১৮:২৫, ১৫ এপ্রিল ২০২৫

ভার্চ্যুয়াল মাধ্যম থেকে কয়েক মাস ধরে একেবারে দূরে সরে আছেন আজমেরী হক বাঁধন। অথচ কয়েক মাস আগেও বাঁধন নানা বিষয় নিয়ে নিজের মতামত ফেসবুকে জানালেও এখন একেবারে নীরব। হঠাৎ বাংলা নববর্ষে পোস্ট দিয়ে জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থেকে ভালো ছিলেন।

বাঁধন এখন কী করছেন, তা কেউ জানেন না। নতুন কোনো কাজ শুরু করেছেন কি না, সে বিষয়েও কিছুই জানা যায়নি। সবাইকে শুভ নববর্ষ জানিয়ে ফেসবুক পোস্টে বাঁধন লিখেছেন, ‘শুধু এটা বলতে চাই, আমি এখনো এখানে আছি। মায়ের বাড়িতে আমি থাকি,
বাবার গাড়িতে চড়ি। বাইরে থেকে জীবন সহজ, কিন্তু ভেতরে–ভেতরে নীরবে তা বদলাতে থাকে। আমি কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে ছিলাম এবং সত্যি বলতে এটা আমাকে শান্তি দিয়েছে।’

ফেসবুক পোস্টে বাঁধন বলেছেন, ‘আমি নিজের খেয়ালখুশিতে চলছি। তবে যে পথ আমি পার করে এসেছি, তা মোটেও সহজ ছিল না, কিন্তু আমার মতো করেই পথ চলেছি। আমার ভুল আমি মেনে নিই, 
একই সঙ্গে বেড়ে ওঠার প্রতিও আমি সম্মান জানাই। জীবনে যত সাফল্য পেয়েছি, সবই আমি অর্জন করেছি। কারও মতামত আমাকে নাড়াতে পারে না, আমি জানি, কে আমি এবং এতটা পথ আসতে আমার কী কী করতে হয়েছে।’

তবে জীবন নিয়ে বাঁধনের কোনো আফসোস নেই, ফেসবুক পোস্টেও তা–ও উল্লেখ করেছেন। বাঁধন লিখেছেন, ‘কোনো আফসোস নেই। প্রতিটি অভিজ্ঞতা আমার জন্য একটি শিক্ষা। জীবনের প্রতিটি পদক্ষেপ একেকটা গল্প,
যা আমাকে আজকের আমি হিসেবে তৈরি করেছে। একই সঙ্গে আমি আমাকে আমার মতো করে গুছিয়েছি। এখনো তা চলমান এবং তা আমি চালিয়ে যাব।’

এএম

শেয়ার করুনঃ
Advertisement