কাকে প্রতারক বললেন পরীমণি

কাকে প্রতারক বললেন পরীমণি

TheBusinessDaily

Published : ১৮:২২, ১৮ এপ্রিল ২০২৫

পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই ছিল ওপেন সিক্রেট। একসঙ্গে ঘোরাঘুরি, ভিডিও শেয়ার, পারিবারিক মুহূর্ত—সবই জানিয়ে দিচ্ছিল সম্পর্কের গভীরতা। এমনকি সাদীর মায়ের পাঠানো পিঠার ভিডিওও ফেসবুকে শেয়ার করেছিলেন পরীমনি। তবে সম্প্রতি তাঁদের মধ্যে দূরত্বের আভাস মিলছে।

কিছুদিন আগে পরীমণি তাঁর ফেসবুকে কালো ব্যাকগ্রাউন্ডে লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। একই রকম ব্যাকগ্রাউন্ডে সাদী দিয়েছেন শুধু তিনটি ডট (...)। এই রহস্যজনক পোস্ট ঘিরেই শুরু হয়েছে প্রেম ভাঙনের গুঞ্জন। যদিও দুজনের কেউই এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

এর আগেও একাধিক সম্পর্কে ছিলেন পরীমনি। পরিচালক, নায়ক এবং সর্বশেষ শরীফুল রাজের সঙ্গে তাঁর বিয়ের খবর ও বিচ্ছেদ ছিল বেশ আলোচিত। অন্যদিকে শেখ সাদীও সংগীত জগতে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কিছুদিন আগেও বিপদের সময়ে সাদী ছিলেন পরীমনির পাশে,
এমন কথাও বলেছিলেন তিনি নিজে।

তবে বর্তমান পরিস্থিতি বলছে, তাঁদের সম্পর্কে মান–অভিমান চলছে। এটা সাময়িক, না স্থায়ী—তা সময়ই বলে দেবে।

এএম

শেয়ার করুনঃ
Advertisement