তিনশো’র বেশি গানের গীতিকার এম এ আলম শুভ 

তিনশো’র বেশি গানের গীতিকার এম এ আলম শুভ 

বিনোদন ডেস্ক

Published : ১৯:৩৪, ১৪ আগস্ট ২০২৪

বর্তমান সময়ের জনপ্রিয় একজন গীতিকার এম এ আলম শুভ। নাটক ও মিউজিক ভিডিও মিলিয়ে লিখেছেন ৩০০ এর বেশি গান। জনপ্রিয়তার শীর্ষে আছে তার লেখা ডজনেরও বেশি গান। 

তার লেখা সজীব ও কোনালের কণ্ঠে ‘একটা মনের মানুষ আছে আমার কাছে, আমার সবটুকু সুখ জমা তারই কাছে’, মিনার রহমানের ‘তার দেখা না পেয়ে’, সজীব ও কণার ‘তোমার মায়ায়’, রাহুল দত্ত ও খেয়ার ‘পাগল তোর জন্য’, ইমরান ও কণা’র গাওয়া ‘প্রেম অল্প স্বল্প’, আভরাল সাহির ও পড়শীর ‘চল পাখি হয়ে উড়ি, একটা গল্প শোন’, অবন্তী ও অয়ন চাকলাদের ‘আদরে নাও ছুঁয়ে’, রেহানের ‘হঠাৎ এলো প্রেম’, তানজীব সরোয়ার ও কনার ‘হাত ছাড়বো না’সহ আরও অসংখ্য গান। 

এ ছাড়াও, তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল ‘শুভ এন্টারটেইনমেন্ট’ এর জন্য নিয়মিত গান প্রকাশ করছেন। গান লেখার পাশাপাশি অভিনয়েও দেখা যাচ্ছে তাকে। তার অভিনীত মিউজিক ভিডিও পূর্ণতার কণ্ঠে ‘মন দিয়েছি যারে’, পুষ্পিতার কন্ঠে ‘মায়া লাগে’ গানে অভিনয় করে বেশ প্রসংশিত হয়েছেন। তার সাথে মডেল হয়েছিলেন নির্ঝণা। 

বর্তমান সময়ে গান নিয়ে ব্যস্ততা যাচ্ছে বলে জানান তিনি। সামনে শ্রোতারা আরো ভালো ভালো গান পাবেন বলে জানান।

বিডি/এম

শেয়ার করুনঃ
Advertisement