তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করলেন আরশ খান
Published : ১৪:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৪
ছোটপর্দার বেশ আলোচিত অভিনেতা আরশ খান। অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার পর তানিয়া বৃষ্টির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি বলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। দুজনের বাসাও কাছাকাছি ছিল।
ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।’
অভিনেত্রীর এই মন্তব্য প্রসঙ্গে আরশ খান বলেন, ‘তানিয়া বৃষ্টি আমার কলিগ। কিছুদিন আগে দেখলাম আমাকে ভাই-ব্রাদার টাইপ বলেছে, আমি বলব বোনের মতো। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।’
এদিকে ছেলের বিয়ের কথা ভাবছেন আরশ খানের মা। মায়ের পছন্দেই বিয়ে করতে চান এই অভিনেতা। তিনি স্পষ্ট জানিয়েছেন, মা যে মেয়েকে পছন্দ করবেন, তাকেই বিয়ে করবেন।
উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি অবনতি হলে বন্যার্তদের সাহায্য করতে নিজেই আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান আরশ খান। সে সময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। আবারও অভিনয়ে ফিরেছেন এই অভিনেতা।
বিডি/ও