রুপালি পর্দায় ফিরছেন আবুল হায়াত
Published : ১৩:২২, ১৬ নভেম্বর ২০২৪
গুণী অভিনেতা আবুল হায়াত ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমা, এমনকি বিজ্ঞাপনেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। যা আজও তার ভক্তদের মনে দাগ কেটে আছে।
বর্তমানে অনস্ক্রিন খুব একটা দেখা যায় না তাকে। কিন্তু তাকে আবারও টিভি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন নাটকপ্রেমীরা।
অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শিগগিরই ‘শেকড়ের টানে’ নামের একটি নাটক দিয়ে পর্দায় ফিরছেন আবুল হায়াত।
জানা গেছে, এটি একক খণ্ডের একটি নাটক। সুজিত বিশ্বাসের রচনায় নাটকটি নির্মাণ করছেন বাবু সিদ্দিকী। ইতোমধ্যে নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন আবুল হায়াত।
অভিনেতা বলেন, এতে গল্পের প্রধান চরিত্র অর্থাৎ দাদুর চরিত্রে অভিনয় করেছি আমি। গল্পে দেখা যাবে, একটি গরিব মেয়েকে বিয়ে করার জন্য আমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম।
২৫-২৬ বছর পর তার ছেলে শেকড়ের টানে আমার কাছে এসে উপস্থিত হয়। আমার কাছে ভালো লেগেছে গল্পটি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।
কয়েক দিন আগেই নিজের আত্মজীবনী প্রকাশ করেছেন আবুল হায়াত। এ প্রসঙ্গে তিনি বলেন, জন্ম থেকে এ পর্যন্ত যেসব কথা মনে হয়েছে বলা দরকার, বলেছি। আবার অনেক কথা হয়তো বলা দরকার ছিল, বলা হয়নি।
সব মিলিয়ে নিজেকে প্রকাশের চেষ্টা করেছি আমার বইটিতে। আশা করছি, সবকিছু মিলিয়ে আমার পুরো যাত্রাপথ জানা যাবে।
বিডি/ও