প্রচারের লোভে শাহরুখকে ব্যবহার, যা বললেন মাহিরা
Published : ০১:১৬, ১২ ডিসেম্বর ২০২৪
বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার পর থেকেই আলোচনা-সমালোচনায় আছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ‘রইস’ মুক্তির সাত বছর পরও বাদশাকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয় অভিনেত্রীকে।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, কিং খানের সঙ্গে বলিউডের ছবিতে অভিনয় করেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ২০১৭ সালে মুক্তি পায় রাহুল ঢোলাকিয়া পরিচালিত ছবি ‘রইস’। এ ছবিতে বাদশার সঙ্গে মাহিরার রসায়ন দর্শকদের পছন্দ হয়। তারপর থেকেই একাধিক সময়ে ক্যারিয়ার প্রসঙ্গে শাহরুখের সঙ্গে কাজ নিয়ে কথা বলেন মাহিরা খান। তবে তার জন্য তাকে অনেক সময়েই কটাক্ষের শিকারও হতে হয়েছে। সম্প্রতি এ প্রসঙ্গে সমালোচকদের উদ্দেশে পাল্টা উত্তর দিয়েছেন অভিনেত্রী।
মাহিরা শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন বলেই মাঝেমধ্যেই তাকে সেই কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু শাহরুখকে নিয়ে বারবার কথা বলায় অনেকেই মনে করেন, পুরোটাই অভিনেত্রীর প্রচারের আলোয় থাকার কৌশল। কারণ শাহরুখকে নিয়ে কথা বললে মাহিরা চর্চায় থাকবেন এমন ধারণা নেটিজেনদের।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মাহিরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই। কিন্তু মানুষ ভাবে, আমি নিজে থেকেই ওর (শাহরুখ) বিষয়ে কথা বলছি। আমি তো নিজে থেকে কখনই তাকে নিয়ে কথা বলি না।
এ ধরনের আলোচনা শুনলে মাহিরার মনের মধ্যে কী চলে, তা-ও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তিনি বলেন, আমার তো মনে হয়, কারও কোনো সমস্যা হলে আমাকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করারই কোনো প্রয়োজন পড়ে না।
বিডি/এন