নায়িকার সঙ্গে সংসার করা সহজ নয়: ঋতুপর্ণা

নায়িকার সঙ্গে সংসার করা সহজ নয়: ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

Published : ২১:২৫, ১৪ ডিসেম্বর ২০২৪

শুরুতেই বলি, নায়িকা জীবন খুব কঠিন। সেই জীবনের সঙ্গে অন্য পেশার কোনও মানুষের জীবন মেলানো আরও কঠিন। কোনওভাবে দুটো জীবন মিলে গেলে তার থেকে ভালো আর কিছুই হতে পারে না।

২৫ বছর ধরে আমার স্বামীর (সঞ্জয় চক্রবর্তী) সঙ্গে এক ছাদের নীচে কাটানোর পর আমাদের দাম্পত্য নিয়ে এটাই আমার উপলব্ধি।

সঞ্জয়কে সেই ছোট থেকে চিনি। তখন আমি সপ্তম শ্রেণির। সে ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে আসা-যাওয়া। বরাবরের মতোই গুরুগম্ভীর মানুষ। পড়াশোনায় ভালো। পরে বিদেশে পড়তে গেলো।

আমার বাবার একটাই চাওয়া ছিলো, ছেলেকে শিক্ষিত হতে হবে। মায়ের দাবি, সেইসঙ্গে ভালো পরিবারেরও হওয়া চাই। সঞ্জয় তাই যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল, মা-বাবা দ্বিতীয়বার ভাবেনি।

আরও কাণ্ড শুনবেন, যেদিন ও আমাদের বাড়িতে বিয়ের কথা বলতে এসেছিল সেদিন আমি বাড়ি নেই! শুটিংয়ে ব্যস্ত।

এই জায়গা থেকেই বলবো, নায়িকার সঙ্গে সংসার করা খুব সহজ কথা নয়। সঞ্জয়ও একইভাবে প্রচণ্ড ব্যস্ত। তবু সে একহাতে নিজের বাড়ি, আমার বাড়ি সামলে গেছে।

তাই বলে কি মনোমালিন্য হয়নি? কথা কাটাকাটি হয়নি? রাগে-অভিমানে আমরা সাময়িক বিপরীত মেরুর বাসিন্দা হইনি? সব হয়েছে। আবার সব মিটেও গেছে।

এতগুলো বছর পেরিয়ে মাঝেমধ্যে পিছন ফিরে দেখতে ইচ্ছে করে। বিনোদন দুনিয়ায় অনেকেই দম্পতি। তারা খুবই ভাল আছেন। তাদের দেখতে দেখতে তবুও মনে হয়, আমি বোধ হয় এক ইঞ্চি হলেও বেশি সুখী। কারণ, একই পেশায় থেকে হাতের উপরে হাত রাখা সহজ কথা নয়।

২৫তম বিবাহবার্ষিকীতে স্বামীকে নিয়ে আনন্দবাজারে লিখেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement