ঢাকায় টানা ২দিন গাইবে পাকিস্তানি ব্যান্ড কাবিশ
Published : ১৫:৪০, ১৭ ডিসেম্বর ২০২৪
ব্লুব্রিক কমিউনিকেশনস বছরের একদম শেষে এসে দেশরে ব্যান্ড ভক্ত শ্রোতাদের জন্য আরও একটি চমক দিলো। ২০২৫ সালের ১০ ও ১১ জানুয়ারি প্রথমবারের মতো কনসার্ট করতে ঢাকা আসছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড কাবিশ। বিষয়টি কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এক ঘোষণার মাধ্যমে জানানো হয়, অপেক্ষা পালা শেষ! এই শীতে, কাভিশ এবং তার প্রাণময় সুর আপনাদের অন্য এক ভূবনে নিয়ে যেতে ঢাকায় আসছে। তার টিকিটও ছাড়া হয়েছে। সুন্দর একটি সন্ধ্যার জন্য সবাই প্রস্তত হন।
টিকিটভাই নামের একটি অনলাইন টিকিট প্ল্যাটফর্মে এর টিকিট ছাড়া হয়েছে। টানা দুই দিনের এই কনসার্টে প্রথম দিন গান পরিবেশন করবেন কাভিশ, বাংলাদেশি ব্যান্ড লেভের ফাইভ ও শূন্য।
প্রথম দিনের টিকিট মূল্য ধার্য করা হয়েছে ৪ হাজার টাকা। দ্বিতীয় দিনের টিকিট মূল্য একই থাকলেও এদিন কাভিশের সঙ্গে মঞ্চ মাতাবেন আরমিন মুসা, অর্ণব ও সুনিধি নায়েক।
বিডি/এন