‘আমার চেয়ে বড় লাগে’ শুনে যে প্রতিক্রিয়া জানালেন সোনাক্ষী
Published : ১৭:২৬, ১৯ ডিসেম্বর ২০২৪
অনেক সময় পর্দায় অভিনেত্রীর বয়স বেশি মনে হয়। তখন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চাননি সময়ের আলোচিত এক নায়ক।
সেই নায়কের নিজের বয়স আবার ৬০ ছুঁই ছুঁই। তবে নিজের বয়স সবে ২৫ পেরিয়েছে- এমন ভাব নিয়েই বলিউডে চলাচল করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
নায়িকা বলেন, এ ধরনের প্রত্যাশা একজন পুরুষের কাছ থেকে আশা করা যায় না। ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় প্রেম করলে তাদের বয়স নিয়ে কটাক্ষ করা হয় না। নায়কের পেটে মেদ জমলে বা মাথায় চুল কমে গেলে তাদের কিছু বলা হয় না।
এমনকি আমার চেয়ে বয়সে বড় এক অভিনেতারও দাবি, আমাকে নাকি পর্দায় তার চেয়ে বয়সে বড় দেখতে লাগবে। এ ধরনের মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। এমন মানুষের সঙ্গে আমি কাজই করতে চাই না।
অভিনেত্রী বলেন, নারীদেরই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। অথচ দিনের শেষে আমরা প্রত্যেকেই শিল্পী। যে অভিনেতার কথা বলছি, তার চেয়ে আমি বয়সে ৪-৫ বছরের ছোট।
চলতি বছরে জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরা পড়েছিলেন ফটো সাংবাদিকদের ক্যামেরায়।
তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে বিস্তর চর্চা। সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে সোনাক্ষী বলেন, আমি অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গেছি।
বিডি/ও