পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ অভিনেত্রীর

পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

Published : ২০:৪২, ২৫ ডিসেম্বর ২০২৪

অভিনয়শিল্পীরা নির্মাতাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযোগ তোলেন। শোবিজে ভালো অভিজ্ঞতার পাশাপাশি অনেক তারকাকেই তিক্ত পরিস্থিতির সম্মুখীনও হতে হয়েছে। বিশেষ করে অভিনেত্রীরা।

এবার এক পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী আইশা খান। তার বছরখানেকের ক্যারিয়ারেও সম্মুখীন হয়েছেন তিক্ত পরিস্থিতির।

জানা গেছে, অভিনেত্রীর বকেয়া টাকা পরিশোধ করছেন না পরিচালক আবু হায়াত মাহমুদ ভূঁইয়া। গত ২৩ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এই নির্মাতাকে মেনশন করে বিষয়টি জানান আইশা।

ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, আপনার ভাষ্যমতে আমি যদি একজন লক্ষ্মী শিল্পীই হয়ে থাকি, তাহলে ২ বছর আগে শুরু হওয়া কাজের পারিশ্রমিক আমাকে দিতে এত অপেক্ষা করাচ্ছেন কেন আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাইয়া?

গণমাধ্যমকে এ প্রসঙ্গে আইশা বলেন, আমি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আবু হায়াত মাহমুদ ভূঁইয়া ভাই আমাকে কল দেন। কিন্তু আমি খুব আপসেট ছিলাম। কারণ, কষ্ট বেশি না পেলে এ ধরনের পোস্ট দিতাম না। দুই বছর হয়ে গেছে টাকা দিচ্ছেন না। গত আট মাস ধরে একই অজুহাত দিচ্ছেন তিনি।

পোস্টে আরও লেখেন, তার পরিবারের সদস্য অসুস্থ, হাতে টাকা নেই, শুটিং চলছে সামনে মাসে টাকা এলেই দিয়ে দেবেন। গত ১০ মাস ধরে একই কথা শুনছি। আর শুনতে চাচ্ছিলাম না। এ জন্য ফোনটা ধরিনি। এর পাঁচ মিনিট পর দেখি উনি আমাকে ‘থ্যাংকস’ লিখে খুদে বার্তা পাঠিয়েছেন।

অভিনেত্রী বলেন, ২৬ পর্বের একটি ওয়েব সিরিজের কাজ ছিল। ২০২২ সালের অক্টোবর কিংবা নভেম্বরে সম্ভবত শুটিং শুরু হয়। মাসে দেখা যেত এক দিন করে শুটে যেতে হয়েছে আমাকে। প্রথম দুটি বিল আমাকে সঙ্গে সঙ্গে দিয়েছেন তিনি। এরপর থেকে দেরি করে দিতেন। সর্বশেষ চলতি বছরের কোরবানি ঈদে বিল দেন।

আইশা বলেন, তার শ্বশুর তখন অসুস্থ ছিলেন। আমার এক লাখের ওপরে বকেয়া ছিল। যেহেতু ঈদ মৌসুম ছিল, তাই ভাইয়ার কাছে আমি পারিশ্রমিক চাই। উনি আমাকে ৫০ হাজার দেন। এখনও ৬২ হাজার বাকি। ঈদের পর থেকেই টাকাটা নিয়ে ঘোরাচ্ছেন। ফোন দিলেই নানা অজুহাত দেন।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement