বিবাহিত যে অভিনেত্রীকে বিয়ের জন্য পাগল ছিলেন সঞ্জয় দত্ত
Published : ১৭:১৭, ২৮ ডিসেম্বর ২০২৪
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে দাপিয়ে বেড়াচ্ছেন। একাধিক প্রেম, বিচ্ছেদ ও বিয়েতে নাম জড়িয়েছেন। তিনি একসময় বিবাহিত বলিউড অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। তবে সেই সময় অভিনেতা নিতান্তই খুদে ছিলেন।
প্রকাশ্যে ছেলেবেলার সেই ঘটনা অভিনেত্রীই ফাঁস করে দিয়েছেন। এক জন্মদিনে প্রয়াত স্বামী দিলীপ কুমারের সঙ্গে সঞ্জয়ের একটি ছবি পোস্ট করেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু লিখেছেন— সঞ্জয় চিরকালই আমার কাছে পরিবারের মতো। আমাদের বাড়ির সবাই ওকে একরত্তি থেকে পরিণত, অসাধারণ ব্যক্তি হয়ে উঠতে দেখেছি।
সঞ্জয়ের মা নার্গিস দত্ত প্রায়শই সায়রার বাড়ি যেতেন। তখন মায়ের হাত ধরে যেতেন ছোট্ট সঞ্জয় দত্ত। সেই সময় নার্গিস ছেলের হাত নাড়িয়ে বলতেন— চল, সায়রাজিকে বলো— তুমি আমাকে কী বলো? তার পর ছোট্ট সঞ্জু সায়রার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলতেন— আমি সায়রা বানুকে বিয়ে করবো। পুরো বিষয়টি নিয়ে সায়রা বলেছেন— এত মিষ্টি, আমার মনে হয় শর্মিলা ঠাকুর এবং আমি ওর সব থেকে প্রিয়।
সঞ্জয়ের জন্মদিনে এই মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন সায়রা বানু। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রয়েছেন সঞ্জয়। সবসময় সঞ্জয়ের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা রয়েছে।
বিডি/এন