নতুন বছরে বলিউড মাতাবেন যারা

নতুন বছরে বলিউড মাতাবেন যারা

বিনোদন ডেস্ক

Published : ১২:৩৯, ২ জানুয়ারি ২০২৫

নতুন বছরে ভারতে মুক্তির তালিকায় রয়েছে অনেক জনপ্রিয় তারকার সিনেমা। তবে ওই তালিকার বাইরেও অনেক সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে-যেগুলো যে কোনো সময়ই মুক্তির তালিকায় প্রবেশ করবে। এ বছর অক্ষয় কুমারের সর্বাধিক সিনেমা মুক্তি পাবে। তালিকা অনুযায়ী সালমান খান, হৃত্বিক রোশন, অজয় দেবগন, সানি দেওল, কাজলের মতো তারকাদের এক বা একাধিক সিনেমা মুক্তি পাবে এ বছর।

তবে তালিকার বাইরেও আমির খান, প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমাও মুক্তি পেতে পারে। মুক্তি প্রতীক্ষিত সেসব থেকে উল্লেখযোগ্য সিনেমাগুলোর কথা এ প্রতিবেদনে উল্লেখ করা হলো।

বছরের শুরুতেই ১০ জানুয়ারি মুক্তি পাবে জ্যাকুলিন ফার্নান্দেজ, নাসিরউদ্দিন শাহ অভিনীত ও সোনু বৌদ পরিচালিত হিন্দি অ্যাকশন থ্রিলার ‘ফতেহ’। এ বছর একক পরিচালক হিসাবে অভিষেক হচ্ছে অভিনেত্রী কঙ্গনা রানাউতের। ১৭ জানুয়ারি মুক্তি পাবে তার পরিচালিত ও অভিনীত সিনেমা ‘ইমার্জেন্সি’।

বায়োগ্রাফিক্যাল অ্যাকশন এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন মাহিমা চৌধুরীও। ২৪ জানুয়ারি মুক্তি পাবে সানি দেওল ও প্রিতি জিনতা অভিনীত অ্যাকশন সিনেমা ‘লাহোর ১৯৪৭’। এটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোসি। একই সপ্তাহে মুক্তি পাবে অক্ষয় কুমার ও সারা আলি খান অভিনীত সিনেমা ‘স্কাই ফোর্স’।

ওয়ার অ্যাকশন এ সিনেমা পরিচালনা করেছেন সন্দিপ কিউলানি ও অভিষেক অনিল কাপুর। ৩১ জানুয়ারি মুক্তি পাবে রোশান এন্ড্রুজ পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দেবা’। এতে অভিনয় করেছেন শহীদ কাপুর ও পূজা হেগড়ে।

ভালোবাসা দিবসে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে হিস্টোরিক্যাল অ্যাকশন ‘চাভা’। লক্ষণ ইউটেকার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ভিকি কৌশল ও রাশ্মিকা মান্দানা। ২৮ মার্চ মুক্তি পাবে এআর মুরুগাদুস পরিচালিত অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’। এটি সালমান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সর্বশেষ পর্দায় ‘টাইগার-থ্রি’ দিয়ে খুব একটা জমাতে পারেননি তিনি। তাই কাজল ও রাশ্মিকা মান্দানাকে নিয়ে এ বছরটি স্মরণীয় করে রাখতে চাইছেন তিনি।

১০ এপ্রিল মুক্তি পাবে কোর্টরুম কমেডি ড্রামা ‘জলি এলএলবি-থ্রি’। সুভাস কাপুর পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, হুমা কোরেশি, অম্রিতা রাও প্রমুখ। এপ্রিল মাসেই (তারিখ চূড়ান্ত হয়নি) মুক্তি পাবে সানি দেওল ও মায়ামি খের অভিনীত ‘জাত’। অ্যাকশন থ্রিলার এ সিনেমার পরিচালক গোপিচান্দ মালিনেনি। ১ মে মুক্তি পাবে ক্রাইম থ্রিলার ‘রেইড-টু’। রাজ কুমার গুপ্ত পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন ও বানি কাপুর। ৬ জুন আসছে একগুচ্ছ তারকা অভিনীত কমেডি ড্রামা ‘হাউসফুল-ফাইভ’। তরুন মানসুখানি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকি শ্রফ প্রমুখ।

১৫ আগস্ট মুক্তি পাবে আয়ান মুখার্জি পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার-টু’। এতে অভিনয় করেছেন হৃত্বিক রোশন, এনটি রামা রাও, কিয়ারা আদভানি, অনিল কাপুর প্রমুখ। ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে এ. হর্শ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘বাঘি-ফোর’। এতে অভিনয় করেছেন টাইগার শ্রফ, সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া প্রমুখ। ১৪ নভেম্বর মুক্তি পাবে অংশুল শর্র্মা পরিচালিত রোমান্টিক কমেডি সিনেমা ‘দে দে পেয়ার দে-২’। এতে অভিনয় করেছেন অজয় দেবগন ও আর মাধবন।

এছাড়া তালিকার বাইরে থাকলেও আমির খান ও জেনেলিয়া দেশমুখ অভিনীত ‘সিতারে জামিন পার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে এ বছরই। স্পোর্টস ড্রামা সিনেমাটি পরিচালনা করেছেন আর. এস প্রসন্ন। মুক্তির সম্ভাবনা রয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার ‘হেড্স অব স্টেইট’ এবং ‘দ্য ব্লাফ’ সিনেমা দুটি।

দক্ষিণী তারকাদের মধ্যে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পাবে মালায়লাম অভিনেত্রী নয়নতারার। ২০২৫ সালে মুক্তির তালিকায় রয়েছে তার ‘টেস্ট’, ‘মান্নাঙ্গাত্তি সিন্স ১৯৬০’, ‘ডিয়ার স্টুডেন্টস’, ‘টক্সিক’ প্রভৃতিসহ সাতটি সিনেমা। বিজয় সেতুপতি অভিনীত ‘গান্ধি টক্স’, ‘এইস’, ‘ট্রেইন’ মুক্তির সম্ভাবনা রয়েছে। বিজয় থালাপতি অভিনীত একটি ছবিই রয়েছে মুক্তির তালিকায়।

এইচ বিনোদ পরিচালিত তামিল পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার এ সিনেমা মুক্তি পাবে অক্টোবরের যে কোনো দিন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল প্রমুখ। প্রভাস অভিনীত তেলুগু রোমান্টিক কমেডি হরর সিনেমা ‘দ্য রাজা সাব’ মুক্তি পাবে মে মাসে। মারুঠি পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন নিধি আগারওয়াল, মালবিকা মোহানান, অনুপম খের প্রমুখ।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement