গুরুতর অসুস্থ অভিনেতা মুশফিক ফারহান
Published : ১৬:৪৭, ৪ জানুয়ারি ২০২৫
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানকে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিউতে নেয়া হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বর ও শরীর ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন ফারহান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয় তাকে।
এদিকে আজ ফারহানের শুটিং ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় পরে তা বাতিল করা হয়।
শুটিং বন্ধের কারণ জানতে চাইলে; কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তির খবরটি জানাতে চাননি। পরে বেসরকারি হাসপাতালটির জনসংযোগ বিভাগে কথা বলে বিষয়টির সত্যতা জানা গেছে।
বিডি/ও