একটি বইয়ের দাম কেন ৯ কোটি টাকা?

একটি বইয়ের দাম কেন ৯ কোটি টাকা?

ফিচার ডেস্ক

Published : ১৩:৫৬, ৮ জুলাই ২০২৪

ভূতের বই হিসেবেই পরিচিত, এমন একটি বইয়ের দাম ৯ কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য লাগলেও বইটি সম্প্রতি বিক্রি হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৭৫০ টাকায়। 

বইটি লিখেছিলেন ব্রিটিশ এক নারী লেখক মেরি শেলি। ১৮১৮ সালে প্রকাশিত বইটির একটিমাত্র কপিই ব্যক্তিগত সংগ্রহে ছিল। সেটিই এবার উঠল নিলামে। তারপরই ঘটল এমন অভাবনীয় ঘটনা। 

নিলামে বইটির দাম উঠলো ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৭৫০ টাকা (ডলারের দাম ১১৭ টাকা ধরে)! এখন এতো দাম হলেও ১৮১৮ সালে বইটি অন্যান্য বইয়ের মতোই অল্প দামে বিক্রি হয়েছে। 

সে বছরে প্রকাশিত এমন বহু বই ছড়িয়ে রয়েছে, সেগুলোর দাম এমন আকাশছোঁয়া হয়নি। মনে প্রশ্ন আসতেই পারে, এই বইটির মূল্য এত টাকা দাঁড়াল কেন?

ব্রিটিশ লেখক মেরি শেলির মাত্র ২১ বছর বয়সে লেখা এই বই আজও দারুণ জনপ্রিয়তা ধরে রেখেছে। যদিও প্রথম সংস্করণে শেলির নাম ছিল না। তার নাম প্রথম প্রকাশিত হয়েছিল দ্বিতীয় সংস্করণে, যা ১৮২১ সালে প্যারিসে প্রকাশিত হয়েছিল।

বইটির নাম ‘ফ্র্যাঙ্কেনস্টাইন: অর, দ্য মডার্ন প্রমিথিউস’। ফ্র্যাঙ্কেনস্টাইন এমন এক চরিত্র, যা আজও বিশ্বজুড়ে আলোচিত। বারংবার নানা প্রসঙ্গে উঠে আসে এ নাম।

বইটির প্রথম প্রকাশিত কপিগুলোর মধ্যে ৩টি কপি আজও রয়ে গেছে। গোলাপি মলাটের ৩টি কপির আবার একটিমাত্র কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। শেষমেশ সেটাও নিলামে উঠল।

শেয়ার করুনঃ
Advertisement