হামদর্দ আয়ুর্বেদিক মেডিসিন ঢাবির চিকিৎসা অনুষদে অধিভুক্ত

হামদর্দ আয়ুর্বেদিক মেডিসিন ঢাবির চিকিৎসা অনুষদে অধিভুক্ত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪

দীর্ঘ ৩০ বছর পর দেশের ট্র্যাডিশনাল মেডিসিন পেলো যথাযথ মূল্যায়ন। রাজধানীর অদূরে মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদে অধিভুক্ত করা হয়েছে।

ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষাসম্পর্কিত গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তের জন্য সরকারপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণেই আজ এই খাত বিপুল সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

বিবৃতিতে ঐতিহাসিক এই অর্জনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির অধীনে ইউনানী আয়ুর্বেদিক মেডিসিনকে যুক্ত করায় ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা এখন মূলধারার শিক্ষাব্যবস্থা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করলো। এই সিদ্ধান্তের ফলে হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন ছাড়াও সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুর, সরকারি হোমিও মেডিকেল কলেজ, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement