সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কেবিনে স্থানান্তর 

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে কেবিনে স্থানান্তর 

নিজস্ব প্রতিবেদক

Published : ১৫:২৭, ২৬ আগস্ট ২০২৪

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কেবিনে দেওয়া হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এতথ্য জানান।

 পরিচালক বলেন, ‘রোববার রাতে সচিবালয়ে আনসার-ছাত্র সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে আমরা ভর্তি করেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে।’

তিনি জানান, হাসনাত আব্দুল্লাহ এখন ভালো আছেন। তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছিলেন, তবে এখন শঙ্কামুক্ত।

প্রসঙ্গত, রোববার সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারো আনসার সদস্য। দুপুর ১২টা থেকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখেন। এতে সব কটি গেট বন্ধ হয়ে যায়। বিকাল ৫টায় অফিস ছুটি হলেও রাত সাড়ে ১০টার আগে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারেননি। সেখানে বিক্ষুব্ধ আনসার সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহসহ অনেকে আহত হন।

বিডি/এম

শেয়ার করুনঃ
Advertisement