চু্ক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি হেল্থ অ্যাসোসিয়েশনের

চু্ক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি হেল্থ অ্যাসোসিয়েশনের

সাইফুল ইসলাম

Published : ১৯:০২, ৭ সেপ্টেম্বর ২০২৪

বিগত সরকারের আমলে চু্ক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে তারা বলেন, চুক্তিভিত্তিক অ্যাডহক (অস্থায়ী) ও বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক (প্রকল্প) নিয়োগপ্রাপ্ত ২ হাজার ৩৪৬ জনকে পিএসসি সরকারি চাকরির বিধি লঙ্ঘন করে চাকরি দিয়েছে। এছাড়া, মন্ত্রণালয়ের মাধ্যমে বিদ্যমান সরকারি চাকরিবিধি ভঙ্গ করে অবৈধভাবে এন–ক্যাডারমেন্টকরণ ও বিধিবহির্ভূত পদোন্নতিও দিয়েছে।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ নেয়ামত হোসেন (২৪তম বিসিএস), সদস্যসচিব উম্মে তানিয়া নাসরিন (২৮তম বিসিএস)।

সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি জানান তারা। দাবিতে বলেন, সর্ব প্রকার অবৈধভাবে স্থায়ীকরণ বাতিল করতে হবে, অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে, অবৈধ পদায়ন বাতিল করতে হবে, চলমান প্রমার্জনার সব প্রক্রিয়া স্থায়ী আদেশভাবে বাতিল ঘোষণা করতে হবে এবং এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement