ডেঙ্গুতে আক্রান্ত ৫৩ জন হাসপাতালে ভর্তি
Published : ২১:৫১, ২৭ ডিসেম্বর ২০২৪
আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। তবে এই সময়ে কারো মৃত্যু হয়নি। এর আগে ১৫ ও ২৫ ডিসেম্বরও ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিসেম্বরে এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৮১ জনের মৃত্যু হয়েছে। আর চলতি বছর এ সংখ্যা ৫৬৯।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১২ জন। দুই সিটি করপোরেশন বাদে ঢাকা বিভাগের অন্য হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৮ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন। খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন দুজন করে। আর রংপুর ও সিলেট বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন একজন করে।
চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ৭৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৮৭ জন। আর চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৯ হাজার ৪২৫ জন।
শীত এলে ডেঙ্গুর প্রকোপ সাধারণত কমে আসে। তবে কয়েক বছর ধরে দেশে এর ব্যতিক্রম হচ্ছে। এবার এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩৭ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০৩ জনের ও বরিশালে ৬২ জনের। মৃত ব্যক্তিদের মধ্যে নারী ৫১ দশমিক ৫ শতাংশ, পুরুষ ৪৮ দশমিক ৫ শতাংশ।
বিডি/এন