উদ্ধার হয়নি আইসিটি বিভাগের ফেসবুক পাসওয়ার্ড

উদ্ধার হয়নি আইসিটি বিভাগের ফেসবুক পাসওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক:

Published : ১৪:০৮, ৩ সেপ্টেম্বর ২০২৪

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড এখনো উদ্ধার করা যায়নি। 

এ অবস্থায় বিকল্পভাবে পেজ ও ইউটিউব চ্যানেল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

তিনি বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনও পাসওয়ার্ড উদ্ধার করা সম্ভব হয়নি। প্রযুক্তি ব্যবহার করে পাসওয়ার্ড উদ্ধারের চেষ্টা করা হবে।

গত ৫ আগস্ট থেকে বন্ধ রয়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। এদিকে সমালোচনার মুখে সংশোধন করা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রকল্প মূল্যায়ন কমিটি।

সামসুল আরেফিন জানিয়েছেন, এ কমিটির আকার ৯-১২ জনে উন্নীত করা হচ্ছে। নতুন করে যুক্ত হচ্ছেন একজন করে প্রযুক্তি, নিরীক্ষা ও ক্রয় বিশেষজ্ঞ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বা অন্যান্য যেসব প্রতিষ্ঠানের কাছে প্রযুক্তি বিশেষজ্ঞ আছে, তাদের কাছ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে কমিটিতে বিশেষজ্ঞ যুক্ত করে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement