জিপি-রবির অতিরিক্ত স্পেকট্রাম ক্রয়: প্রথম কিস্তি পরিশোধ

জিপি-রবির অতিরিক্ত স্পেকট্রাম ক্রয়: প্রথম কিস্তি পরিশোধ

নিজস্ব প্রতিবেদক:

Published : ১০:৩১, ৪ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) এবং রবি আজিয়াটা পিএলসির পরিচালনা পর্ষদ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) নির্ধারিত অর্থ প্রদানের প্রথম কিস্তি পরিশোধ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গ্রামীণফোন ২৬০০ মেগাহার্টজ ব্যান্ড থেকে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণ করবে। এই স্পেকট্রাম অধিগ্রহণ সারা দেশে এলটিই নেটওয়ার্ক উন্নত করার জন্য কোম্পানির প্রতিশ্রুতি প্রদর্শন করে। 

স্পেকট্রামের জন্য অর্থ প্রদানের পরিকল্পনায় চার বছর মেয়াদে চারটি কিস্তি অন্তর্ভুক্ত রয়েছে।একটি গ্রাহককেন্দ্রীক কোম্পানি হিসাবে, তার গ্রাহকদের অত্যাধুনিক পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া রবি আজিয়াটা ২.৬ গিগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণ করবে।

এ ২ কোম্পানি ২০ মেগাহার্টজ করে মোট ৪০ মেগাহার্টজ অতিরিক্ত স্পেকট্রাম অধিগ্রহণের জন্য গত ৩১ অক্টোবর বিটিআরসি নির্ধারিত অর্থ প্রদানের প্রথম কিস্তি যথাযথভাবে পরিশোধ করেছে। স্পেকট্রামটি ২০২৫ সালের ১ জুলাই থেকে চালু হওয়ার কথা রয়েছে।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement