‘দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে আইসিটি বিভাগ’
Published : ২২:০৮, ১১ নভেম্বর ২০২৪
জুলাইয়ে ছাত্র-জনতার বিপ্লবের পর ড. ইউনুস নেতৃত্ব গঠিত হয় বিপ্লবী সরকার। গত ১৫ সেপ্টেম্বর এই সরকারের আইসিটি সচিব হিসেবে যোগদান করেন শীষ হায়দার চৌধুরী (এনডিসি)। সৎ ও নিষ্ঠাবান এই কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়ম দূর হয়ে গতি ফিরছে আইসিটি বিভাগের কাজে। চলমান প্রকল্পগুলোকে ক্লোজ মনিটরিং করছেন নিজেই। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি মনিটরিং টিমও কাজ করছে।
শুধু তাই নয়, দক্ষ জনবল তৈরির পাশাপাশি বিপ্লবে আহত ছাত-জনতা ও বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকারের আইসিটি বিভাগ। এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে এসব কথা জানান শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে যে প্রকল্পগুলো চলমান সেই প্রকল্পগুলোকে ক্লোজ মনিটরিং করছি। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি মনিটরিং টিম কাজ করছে। আমার মন্ত্রণালয়ে অধীনে অনেকগুলো সংস্থা রয়েছে। যেমন হাইটেক পার্ক, বেসিহ, টিআইসিটি। এরমধ্যে ২১টি প্রকল্প চলমান, যার মধ্যে বৈদেশিক অর্থায়নের কয়েকটি প্রকল্প রয়েছে। আর অধিকাংশ আমাদের অর্থায়নে হচ্ছে। এই প্রকল্পগুলো আসলে কীভাবে হয়েছে না হয়েছে সেটা দেখা হচ্ছে। একটা প্রকল্প তৈরি করা হয় কী টার্গেট নিয়ে বা প্রকল্পে কি কাজ রয়েছে আমরা সেটা খতিয়ে দেখছি। আমরা টাইম টাইম রিপোর্ট পাচ্ছি এবং সেই আলোকেই কাজ করছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প রয়েছে, যেখানে ১৬০ মিলিয়ন ডলার আমরা সেভ করেছি। এই প্রকল্পটি ২৬ সালের ডিসেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত আমরা এটার কাজ শেষ করতে পারব। আর মাত্র ১০ মাস প্রকল্পে চলবে। তারপরে আসবাবপত্র পড়ে থাকবে সেটা নয়। প্রকল্পের আউটপুট যেটা আছে সেটা যোগ্য হাতে হস্তান্তর করা হবে। সে অর্থ দিয়ে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে আরও কয়েকটি প্রকল্প কাজ চালাতে পারবো।
আইসিটি সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। তাহলে দক্ষ লোকের বিকল্প নেই। এই বিপ্লবী সরকার চাচ্ছে যে যুবকশ্রেণি বেকারত্বের রোষানালে আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে। একজনকে দেখতে হবে যে তিনি আরও ১০০ জনকে উদ্যোক্তা হতে সহায়তা করবেন। তাহলে আমরা বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারব। বর্তমান সরকার এই দিক বিবেচনা করে কাজ করা যাচ্ছে। আমরা সেই কাজের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছি।
বিডি/এন