২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সিটি আইটি মেগা ফেয়ার শুরু

২৫ বছর পূর্তি উপলক্ষ্যে সিটি আইটি মেগা ফেয়ার শুরু

নিজস্ব প্রতিবেদক

Published : ২১:৩৩, ১৩ নভেম্বর ২০২৪

রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটি আইডিবি মার্কেটের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে চলছে সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪। বুধবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জনানো হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন খোন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কম্পিউটার ও আইটি মার্কেটের অতীতের সাথে বর্তমান সার্বিক অবস্থা নিয়ে মূল্যবান বক্তব্য সকলের সামনে উপস্থাপনা করেন। পাশাপাশি আইটি পণ্যে অননুমোদিত ব্যবসা দমন এবং অতিরিক্ত ট্যাক্স বসানোর কারনে আইটি ব্যবসার প্রতিকূলতার সাথে সাথে ক্রেতাদের জন্যও আইটি পণ্য সহজলভ্যতার ব্যাঘাত সম্পর্কেও আলোচনা করেন।

এছাড়া বর্তমানে তথ্যপ্রযুক্তির অগ্রগতির সাথে সাথে সকল আইটি পণ্য ব্যবসায়ীদেরকেও আপডেট থাকতে আহ্বান জানান তিনি। বর্তমানে আইটি পণ্যের সর্বোচ্চ ব্যবহারকারী স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষার্থীরা, কন্টেন্ট ক্ৰিয়েটর এবং ডিজিটাল মিডিয়াকে বর্তমানে সব থেকে জনপ্রিয় বিষয় এআই প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে চলার গুরুত্ব বুঝান তিনি। পাশাপাশি প্রযুক্তি খাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের অপার সম্ভাবনার কথা তিনি ব্যক্ত করেন ।

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪ – এ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি প্রতিনিধিত্ব করছে বিশ্ব বিখ্যাত ও দেশের বাজারের জনপ্রিয় ব্র্যান্ড আসুস, লেনোভো, ইউগ্রীন, কিউডি, মাইক্রোল্যাব, জিগম্যাটেক, এনজেডএক্সটি এবং কুলার মাস্টার নিয়ে।

উক্ত মেগা ফেয়ারে আমাদের স্টল গুলোতে গেম খেলে পুরস্কার হিসেবে রোবট চার্জার, পাওয়ার ব্যাংক, রাউটার, হেডফোন জেতার ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি টি-শার্ট ও ক্যাপ তো থাকছেই। ইউগ্রীন ও মাইক্রোল্যাব এর স্টলে হিট দা টার্গেট গেম, কিউডি স্টলে কিউডি বার্ড গেমের আয়োজন করা হয়েছে।

সিটি আইটি মেগা ফেয়ার শুরু হয়েছে ১৩ নভেম্বর যা ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement