আইফোন ব্যবহারকারীদের অর্থ চুরি হচ্ছে!

আইফোন ব্যবহারকারীদের অর্থ চুরি হচ্ছে!

আইসিটি নিউজ ডেস্ক

Published : ২১:৫৬, ২৮ নভেম্বর ২০২৪

সম্প্রতি আইফোন ব্যবহারকারীরা নতুন একটি ফিশিং হামলার শিকার হচ্ছেন। অ্যাপল আইডি (অ্যাকাউন্ট) স্থগিত হওয়ার ভুয়া ই-মেইল পাঠিয়ে আইফোন ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে সাইবার অপরাধীরা। অ্যাপল আইডির সমস্যা সমাধানের প্রলোভনে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীদের ডিজিটাল ওয়ালেট থেকে অর্থ চুরি করছে তারা। বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ফিশিং হামলার চালানোর জন্য সাইবার অপরাধীরা পুরস্কার বা বিশেষ অফারের প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করতে প্রলুব্ধ করে থাকে। সেই লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। তবে এবার আইফোন ব্যবহারকারীদের বোকা বানাতে তাদের অ্যাপল আইডি স্থগিত করা হয়েছে বলে ভুয়া ই-মেইল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। অ্যাপল আইডি উদ্ধারের জন্য দ্রুত ই-মেইলে থাকা লিংকে ক্লিক করতে পরামর্শ দেওয়া হয়। লিংকে ক্লিক করলেই অ্যাপলের ওয়েবসাইটের আদলে একটি ভুয়া ওয়েবসাইটে চালু হয়। ওয়েবসাইটটিতে ব্যবহারকারীরা নিজেদের অ্যাপল আইডি এবং দুই স্তরের নিরাপত্তা কোড লিখলেই সেগুলো চলে যায় সাইবার অপরাধীদের দখলে। পরে তথ্যগুলো কাজে লাগিয়ে আইফোন ব্যবহারকারীদের অর্থ চুরি করে থাকে সাইবার অপরাধীরা।

ফিশিং হামলা সম্পর্কে অ্যাপল জানিয়েছে, অ্যাপল অ্যাকাউন্ট হ্যাকড হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি দুই স্তরের নিরাপত্তাসুবিধা নিশ্চিত করতে হবে। অ্যাপলের নামে পাঠানো কোনো ই-মেইল বিষয়ে সন্দেহ হলে সরাসরি অ্যাপলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেটির সত্যতা যাচাই করতে হবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেক মুর জানিয়েছেন, অ্যাপল আইডি স্থগিত হওয়ার কথা বলে ই-মেইল প্রতারণা দিন দিন বাড়ছে। অনেক ব্যবহারকারী এখনো এই কৌশলে প্রতারিত হচ্ছেন। প্রতারণা থেকে রক্ষা পেতে প্রেরকের ই-মেইল ঠিকানা যাচাই করার পাশাপাশি সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement