২ ঘণ্টা পর ব্রডব্যান্ড ইন্টারনেট ফের চালু

২ ঘণ্টা পর ব্রডব্যান্ড ইন্টারনেট ফের চালু

TheBusinessDaily

Published : ১৫:০৪, ৫ আগস্ট ২০২৪

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশে ফের চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।

সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বন্ধ হয়ে দুপুর দেড়টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়।

ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। এমনকি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

এর আগে রোববার (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভূত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা ফোরজি সেবা বন্ধ করে দেয়। দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেয়া হয় বলে মোবাইল অপারেটর কোম্পানিগুলো গণমাধ্যমকে নিশ্চিত করে।
 
তারা জানান, ফোরজি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

এর পাঁচদিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারাদেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement